দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : স্থানীয় বিশিষ্ট ব্যাক্তি ও উপজেলা প্রসাশনের উদ্দোগে টি এম এস এস এর আয়োজনে উপজেলা পরিষদ হলরোমে বৃহস্পতিবার বাড়ীবসে বড়লোক মাস ব্যাপি প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। সহকারী কমিশনার ভূমি ফাহাদ পারভেজ বসুনীয়ার সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেরা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান। অন্যদের মধ্যে বক্তব্যদেন মেয়র শ.ম জয়নাল আবেদীন,মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন চুন্নু,প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক,কৃষি কর্মকর্তা ওমর ফারুক,প্রশিক্ষক মাহামুদ হাসান,মনিরুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষকগন বলেন এই প্রশিক্ষন গ্রহন শেষে ফ্রিল্যান্স আউট সোর্স সুবিদা পাবেন এবং বাড়ী বসে দৈনিক ২ হাজার টাকা উপার্জন করা সম্ভব। এই প্রশিক্ষনে ৩৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।
দুর্গাপুরে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হক আকন্দ আর নেই
দুর্গাপুর পৌরসভার ৫নং ওয়ার্ড বাগিচাপাড়ার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মৃত-মিরাজ আলী আকন্দ’র দ্বিতীয় পুত্র হাজী আব্দুল হক আকন্দ মস্তিস্কের অধীক রক্তক্ষরণে ঢাকার রেনেসা হাসপাতালে বুধবার রাত দেড়টার সময় ইন্তেকাল করেছেন(ইন্না—-রাজিউন)মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী,চার পুত্র,দুই কন্যা সহ অসংখ গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার স্থানীয় ঈদগা মাঠে তাঁর নামাজে জানাযা শেষে পৌর গোরস্থানে দাফন করা হয়। পারিবারিক সূত্রথেকে জানাযায় তিনি জামাত চিল্লায় যাবার প্রস্তুতিকালে ১৪ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাকে প্রথমে দুর্গাপুর সরকারী হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে,পরদিন ১৫ সেপ্টেম্বর ঢাকার ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন ঐ দিনই ঢাকাস্থ বার্ডেম হাসপাতাল এবং সর্বশেষ রেনেসা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেণ। তার মৃত্যুতে পৌর মেয়র শ.ম জয়নাল আবেদীন,প্রেসক্লাব পরিবার,স্থানীয় ব্যবসায়ী মহল,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।