চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা প্রেসক্লাব প্রতিষ্ঠার ৪৯ বছর উৎযাপন উপলক্ষে বুধবার সকাল ১১টায় ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্লাবচত্বরে গিয়ে শেষ হয়। পরে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মকবুলার রহমান, প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি আব্দুল মতিন ও এলাহী বকশ, বর্তমান সভাপতি মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক সদর আল আমিনসহ ক্লাবের সদস্যদের উপস্থিতিতে কেক কাটা হয়। সব শেষে ক্লাব সভাপতির সভাপতিত্বে ‘গৌরবের ৪৯ বছর’ শিরোনামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক সরদার আল আমীনের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনাসভা শুরু হয়। সভায় আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাব চুয়াডাঙ্গার সাধারন মরিয়ম শেলী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য সচীব নাসির উদ্দিন জোয়ার্দ্দার, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার হামিদুল ইসলাম আজম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি দীন মোহাম্মদ।
দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা আটক
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান ও দর্শনা পৌর জামায়াতের আমির আব্দুল কাদের (৫০) কে আটক করেছে পুলিশ। আটককৃত আব্দুল কাদের উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে। আজ বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে আব্দুল কাদের ফজরের নামাজ আদায় করে সহকর্মীদের সাথে নিজ গ্রামে হাটছিলেন। এসময় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ দর্শনা পৌর মেয়রের শ্যামপুরস্থ বাড়ির সামনে থেকে তাকে আটক করে। তাকে কি কারণে আটক করা হয়েছে তা জানা সম্ভব হয় নি।
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমানের সাথে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করে ফোন বন্ধ রাখে।
দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর গ্রেফতার
চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর নায়েব আলী (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত নায়েব আলী উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মৃত গগন তরফদারের ছেলে। আজ বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে তার কার্পাসডাঙ্গাস্থ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী ও পারিবারের লোকজন জানায়, বুধবার সকালে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমদাদ হোসেন সঙ্গীয় ফোর্স সহ কার্পসডাঙ্গা নিজ বাড়ি থেকে নায়েব আলীকে গ্রেফতার করে।
জেলা জামায়াতের মুখপত্র ও সহকারী সেক্রেটারী রুহুল আমিন জানান, নায়েব আলীর বিরুদ্ধে থানায় মামলা আছে এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দামুড়হুদা থানার সহকারী দারোগা তপন জানান, কার্পাসডাঙ্গা ক্যাম্পের ইনচার্জ এমদাদ হোসেন নায়েব আলীকে থানায় ধরে নিয়ে এসেছে। তবে কি কারণে তাকে ধরে আনা হয়েছে তা আমি জানি না।
কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এমদাদ হোসেন নায়েব আলীকে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না।
আলমডাঙ্গায় ভুল চিকিৎসায় কৃষকের মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ বাজারস্থ সেবা ফার্মেসিতে পল্লী ডাক্তারের ভুল চিকিৎসায় আলম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আলম আলমডাঙ্গা উপজেলার জোড়াগাছা গ্রামের আজিম উদ্দীনের ছেলে।
জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে আলম কৃষি কাজ করার সময় অসুস্থ্য হয়ে পড়েন। তিনি নিজেই মুন্সীগঞ্জ বাজরস্থ সেবা ফার্মেসির পল্লী ডাক্তার আব্দুর রাজ্জাকের কাছে যান। ডাক্তার ভর্তির পরামর্শ দিলে তিনি সেই ফার্মেসিতে ভর্তি হন। এরপর আলমের শরীরে ইঞ্জেকশন পুশ করা হলে তার স্বাস্থ্যের আরো অবনতি হয়। পরে তাকে দুপুর ২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় মুন্সীগঞ্জ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় নিহতের আত্মীয়-স্বজনরা সেবা ফার্মেসিতে হামলা চালাতে পারে বলে এলাকাবাসী ধারণা করছেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুদ্দিন মোল্লা জানান, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’