ads

মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০১৪ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাতীবান্ধায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়ে সাবিনা এসএসসিতে সাফল্য এনে দিয়েছে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ১৬, ২০১৪ ১:৩১ অপরাহ্ণ

SAM_5651স্বপন কুমার দে, হাতীবান্ধা ( লালমনিরহাট) : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়ে, তিস্তা নদীর ভাঙনে ভিটে হারা , দূর্গম চরের বাসিন্দা সাবিনা দারিদ্রকে জয় করে এস এস সি তে সাফল্য এনে দিয়েছে।

Shamol Bangla Ads

হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের তিস্তা নদীর মধ্য চর পশ্চিম হলদীবাড়ী চর তার বাড়ী। নবম শ্রেণিতে পড়ার সময় তার বাবা তাকে বাল্য বিয়ের ব্যবস্থা করে ছিল । সেই খবর গোপনে ইউ পি চেয়ারম্যান ও এন জি ও এক কর্মীর কাছে সাবিনা খবর দিলে বিয়ে বন্ধ হয়ে যায় । শুরু হয় লেখা পড়ার নতুন জীবন , আবার তাকে চর থেকে তিস্তা মূল নদী নৌকায় , দুটি ছড়া নদী কখনো হাটু পানি গড়িযে বা বালুচরে হেটে পারুলীযা উচ্চ বিদ্যালয়ে যেতে হয়। এর মধ্যে নদীর ভাঙন ভিটে হারা হতে হয়।এভাবেই গত পরীক্ষায় এস এস সি তে ৪.৫৬ পেয়ে পরিবারের সবাইকে হতবাক করে দিয়েছে। এ প্রতিনিধি সাংবাদিকদের দল নিয়ে তিস্তা নদীর চর এলাকার মানুষের জীবন- –জীবিকার ওপর খবরের সন্ধানে গেলে দুপুরে পশ্চিম হলদীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালযের পাশে পুকুরের পাড়ে প্রায় ২০ জন শিশুকে বন্যা থেকে সুরক্ষার কৌশল , সাঁতার শেখাচ্ছে এক সুঠাম দেহী , সদাহাস্যময়ী মেয়ে , তার নাম জানলাম সাবিনা ইয়াসমীন । এই সেই সাবিনা এখন হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রী কলেজের মানবিক বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী । তার সাথে আলাপ করতেই এ সব তথ্য জানা হলো । পারুলীয়া উচ্চ বিদ্যালযের প্রধানশিক্ষক অনিল চন্দ্র রায় এ প্রতিনিধিকে জানায় , সাবিনা পড়াশোনায় ভাল , বন্যায় সময় নিয়মিত ক্লাস করতে পারতো না , করতে পারলে এস এস সি তে রেজাল্ট আরো ভালো হতো । পাশেই তিস্তা নদীর তীরবর্তী হাটে সাবিনার বাবা সেকেন্দার আলীর সাথে কথা হলে জানান , তিন সন্তানের বাবা তিনি , বড় মেয়ে সাবিনা , মধ্যম মেয়ে সুমী ও আড়াই বছরের ছেলে আলআমিন । সাবিনাকে বাল্যবিয়ে দিচ্ছিলেন কেন ? বলতেই চোখে জল এসে বলেন বড় ভূল করতে যাচ্ছিলাম। নদী ভাঙনে সব কিছু শেষ হয়ে গেছে। এখন কলেজে কি ভাবে পড়াব এসব চিন্তায় দিশেহারা হয়ে যাই। সাবিনার ইচ্ছা সে লেখাপড়া চালিয়ে যাবে । স্বপ্ন তার অনেক ! সে কি পারবে তার লক্ষ্যে পৌছতে ?

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!