শ্যঅমলবাংলা ডেস্ক : আম আদমী নেতা অরবিন্দ কেজরিওয়াল মুখোমুখি আলোচনার চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্রমোদীকে। কলকাতা ২৪ জনায় বৃহস্পতিবার লোকসভা নির্বাচনে বারাণসীতে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী অরবিন্দ কেজরিওয়াল তার এক টুইটার বার্তায় মোদীকে এ চ্যালেঞ্জ দিলেন। ।

তার টুইটার বার্তায় কেজরিওয়াল লিখেছেন, আমি মোদীকে জনসমক্ষে মুখোমুখি আলোচনায় বসার আমন্ত্রণ জানাচ্ছি৷কাশীরের মানুষ সেখানে সরাসরি প্রশ্ন করবেন আমাদের৷ আলোচনার স্থান এবং সময় মোদীজির মতানুসারেই নির্দিষ্ট হবে।
