চুয়াডাঙ্গা প্রতিনিধি : মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মায়া খাতুন (১২)। সে আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের খোকন আলীর মেয়ে এবং বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। বুধবার দিবাগত রাত ১০টার দিকে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার বিকালে বাঁশবাড়িয়া গ্রামে একটি হনুমান আসে। মায়া খাতুন হনুমান দেখতে গেলে মা তার সাথে দুর্ব্যবহার করে। এতে সে অভিমান করে রাতে পরিবারের সবার অজান্তে নিজ বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
