ads

সোমবার , ২১ এপ্রিল ২০১৪ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় মৌসুমের শুরুতেই ব্যাপকহারে মারা যাচ্ছে বাগদা চিংড়ি : উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২১, ২০১৪ ৮:২৬ অপরাহ্ণ

21.04.14এস,এম, আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় মৌসুমের শুরুতেই ব্যাপক হারে মারা যাচ্ছে বাগদা চিংড়ি । ফলে একদিকে সর্বশান্ত হতে বসেছে চিংড়ি চাষীরা। অপরদিকে বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা মারাত্মকভাবে ব্যহত হওয়ার আশঙ্খা দেখা দিয়েছে। অনাবৃষ্টি ও প্রচন্ড তাপদাহে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট মনে করছে। এ ধারা অব্যাহত থাকলে বছর শেষে দ্বায়-দেনার ভারে পথে বসতে হতে পারে অনেক ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে এবং ভবিষ্যৎ চিংড়ি চাষে বিরূপ প্রভাব পড়তে পারে বলে ধারণা করছে চিংড়ি চাষের সাথে জড়িত সংশ্লিষ্টরা।
সূত্র মতে, ৮০’র দশকে কৃষি অধ্যুষিত এ উপজেলায় বাণিজ্যিকভিত্তিতে শুরু হয় লবণ পানির চিংড়ি চাষ। শুরুতেই অধিক লাভজনক হওয়ায় কয়েক বছরের মধ্যে এ চাষ ব্যবস্থা ছড়িয়ে পড়ে গোটা উপজেলায়। এক সময়ের কৃষি অধ্যুষিত এ এলাকা পরিণত হয় চিংড়ি অধ্যুষিত এলাকায়। ১৯৯৫ সালের দিকে প্রথম রোগ বালাইয়ের প্রকোপ দেখা দেয়ায় প্রায় টানা এক দশক লাভের মুখে থাকা চিংড়ি চাষে ধস নামা শুরু হয়। রোগ বালাই ধীরে ধীরে ব্যাপক আকার ধারণ করা হয় বছরের পর বছর ধরে লোকসানের মুখে পড়তে হয় সংশ্লিষ্ট চাষীদের। দায়-দেনার ভারে দীর্ঘ সময় জর্জরিত হয়ে পড়ায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় সন্ধাবনাময় চিংড়ি চাষ। এদিকে দীর্ঘদিন পর গত বছর ভালো উৎপাদন হওয়ায় নির্ধারিত সময়ের আগেই ছাড়িয়ে যায় উৎপাদন লক্ষ্যমাত্রা। হেক্টর প্রতি প্রায ৫’শ কেজি উৎপাদন হয়। যা শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবেও আলোড়ন সৃষ্টি হয়। বর্তমানে চিংড়ি অধ্যুষিত এ উপজেলায় ২০ হাজার হেক্টর জমিতে ছোট-বড় মিলিয়ে ৪ সহস্রাধিক চিংড়ি ঘের রয়েছে। গত বছর উৎপাদন ভাল হওয়ায় চলতি বছর সংশ্লিষ্ট চিংড়ি ঘেরগুলোতে মৎস্য অধিদপ্তর ৬ হাজার মেট্টিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও মৌসুমের শুরুতেই ব্যাপক হারে চিংড়ি মাছ মারা যাওয়ায় মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্খা করা হচ্ছে নির্ধারিত এ লক্ষ্যমাত্রা। চিংড়ি চাষী মোমিন সরদার জানান, চাষকৃত চিংড়ি বিক্রয় উপযোগী হওয়ার আগেই মারা যাচ্ছে। যার ফলে দারুনভাবে লোকসানে পড়তে হতে পারে বলে মাঝারী পর্যায়ের এ চিংড়ি চাষী জানান। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ,এস,এম, রাসেল জানান, কিছু কিছু চিংড়ি চাষীরা মাছ মারা যাচ্ছে এমন অভিযোগ করলেও মারা যাওয়া চিংড়িতে রোগবালাইয়ের কোন ল²ণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, মৌসুমের শুরুতেই বৃষ্টিপাত না থাকায় এবং প্রচন্ড তাপদাহের কারণে গভীরতা কম যে সব ঘেরগুলো সে সব ঘেরের ঘেরের মাছ মারা যাচ্ছে। এ ক্ষেত্রে ঘেরের পানি বৃদ্ধিসহ ভাইরাসমুক্ত পোনা অবমুক্ত করার জন্য চিংড়িচাষীদের পরামর্শ প্রদান করা হচ্ছে বলে তিনি জানান।

পাইকগাছায় দীর্ঘদিন পর আবারো জামায়াতের দু’নেতা আটক

Shamol Bangla Ads

খুলনার পাইকগাছায় দীর্ঘদিন পর আবারো জামায়াতের দু’নেতাকে আটক করা হয়েছে। রোববার রাত ৩টার দিকে রাড়–লী ইউনিয়নের বাঁকা বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
থানার এস,আই জালাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাঁকা গ্রামের মৃত দলিল উদ্দীন গাজীর পুত্র রফিকুল গাজী (৪০) ও আরাজী ভবানীপুর গ্রামের আতিয়ার রহমান গাইনের পুত্র আকরাম হোসাইন (২৭) কে আটক করে। পাইকগাছা-কয়রা সড়কে রোবারডাঙ্গা এলাকায় রাস্তা কেটে গাছ ফেলে সড়ক অবরোধ করার অভিযোগে গত বছর ১৪ ডিসেম্বর দায়ের করা মামলায় আটককৃত দু’জামায়াতনেতাকে াআদালতে পাঠানো হয়েছে বলে ওসি সিকদার আক্কাজ আলী জানান।

পাইকগাছায় সুন্দরবন সুরক্ষায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় সুন্দরবন সুরক্ষায় সামাজিক সচেতনা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটির ভূমিকা শীর্ষক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ন ইউনিয়ন কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও বন বিভাগের সহায়তায় এবং সুশীলন সুন্দরী প্রকল্পের উদ্যোগে রোববার দুপুরে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে গড়ইখালী ইউনিয়ন পরিষদ ভবনে সিবিও লিডার সুলতান আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল হক জোয়াদ্দার, বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস। বক্তব্য রাখেন, সুশীলন সুন্দরী প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক হায়দার আলী ভুইয়া ও আনোয়ার হোসেন।

পাইকগাছায় দু’ব্যবসায়ীকে জেলহাজতে প্রেরণ

Shamol Bangla Ads

খুলনার পাইকগাছায় ভেজাল মিশ্রিত খাদ্য তৈরী ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রিয়র অভিযোগে দায়ের করা মামলায় দু’ব্যবসায়ীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল বাদী হয়ে মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির অভিযোগে বাতিখালী গ্রামের মৃত মকবুল হোসেন গাজীর পুত্র শফিকুল ইসলাম টুকুর বিরুদ্ধে সি,আর ৭৯/১৪নং এবং রং দিয়ে মিষ্টি তৈরী করার অভিযোগে নাসিরপুর গ্রামের আতিয়ার গোলদারের পুত্র সালাম গোলদারের বিরুদ্ধে সি,আর ৮০/১৪নং পৃথক দুটি মামলা করেন। মামলার আসামীরা রোববার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক আবু বকর সিদ্দিক জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পাইকগাছা পৌর মেয়রের সাথে ইন্টারনেট ব্যবহাকারীদের মতবিনিময়

খুলনার পাইকগাছা পৌরসভাকে ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে ইন্টারনেট ব্যবহারীদের সাথে এক মতনিময় সভা সোমবার সকালে পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কাউন্সিলর কাজী নেয়ামুল হুদা কামাল, এস,এম, ইমদাদুল হক, কম্পিউটার ও মোবাইল ব্যবসায়ী আবুল কালাম আজাদ, আসাদুজ্জামান বিদ্যুৎ, মিজানুর রহমান, আছাদুজ্জামান বাহার, শন্তু, মোঃ কামাল হোসেন, মোঃ রকি, পঙ্গজ মন্ডল, শুকুরুজ্জামান ও ডাবলু হোসেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!