ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : ধামইরহাট উপজেলা পরিষদের সদ্য পুরাতন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যাদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০ এপ্রিল উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটি সভাশেষে দুপুর ১২ টায় এ সংবর্ধনা প্রদান করাহয়। জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এম,পি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে হুইপ শহীদুজ্জামান সরকার উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিগত ৫ বছরের দায়ীত্ব পালনের স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। এছাড়া উপজেলা প্রকৌশলী আলী হোসেন, অধ্যক্ষ শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু ওয়াদুদ শ্যামা, আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে নতুন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সদ্য পুরাতনদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। আগামী ২২ এপ্রিল নব-নির্বাচিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
