কুমিল্লা প্রতিনিধি : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ এপ্রিল রবিবার আনুমানিক দুপুর ১টার সময় নায়েক মোঃ খায়রুল ইসলাম এর নেতৃত্বে রাজেন্দ্রপুরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ বডিতে ফিটিং করা অবস্থায় একজন চেরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) -১০। আটককৃত চোরাকারবারী হলেন- কুমিলার চৌদ্দগ্রাম উপজেলার আমানগোন্ডা গ্রামের মৃত অলি মিয়ার ছেলে মোঃ নুরুল ইসলাম (৬০)। এ ছাড়াও অন্যান্য সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৫৫ বোতাল হুইস্কি, ৩৮ বোতল ফেন্সিডিল, ১০ কেজি গাজা ও ১টি মোটর সাইকেল আটক করেছে বিজিবি-১০।
বিজিবি-১০ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শহিদুর রহমান এ প্রতিনিধিকে জানান- আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের সর্বমোট আনুমানিক মুল্য ৪ লাখ ১৬ হাজার ৪শ’ ৫০ টাকা। ধৃত আসামীকে জব্দকৃত মাদকদ্রব্যসহ কুমিলা জেলার চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য মালামাল কুমিলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন/কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।
