ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় সূর্য্যমুখি উৎপাদন বিস্তার এর উপর কৃষক মাঠ দিবস ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল বুধবার বিকালে ডুমুরিয়া উপজেলার টিপনা গ্রামে কৃষকদের নিয়ে মাঠ দিবসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার পংকচ কাšিত মজুদার। বক্তব্য দেন সিসা প্রলকপের স¤œয়কারী প্রফুল্য সরকার উত্তরন ম্যানেজার নাজমুল বাসার, সেলিম হোসেন, মনির হোসেন, নাসির গাজী, রাজ্জাক গাজী ও স্থানীয় কৃষকবৃন্দ।
