ফারুক হোসেন, ঢাকা : ঢাকা মেট্রো পলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ ডিএমপির পুলিশ সদস্যদের প্রকাশ্যে ধূমপান না করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতির কারণে অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রাজনৈতিক অস্থিরতার কারণে পুলিশ যে সময় ব্যয় করে তা যদি স্বাভাবিক কাজে ব্যয় করতো তাহলে অপরাধ নিয়ন্ত্রণে থাকতো। তিনি ২৭ মার্চ বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় তামাক ও মাদক বিরোধী জোট আয়োজিত এক মত বিনিমিয় সভায় ওইসব কথা বলেন। তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে নিয়মিত অপরাধ ও অপরাধীদের দিকে নজর দেওয়া সম্ভব হয় না।
মতবিনিময় সভায় তামাক ও মাদক নির্মূল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব উথাপন করা হয়। এ সময় জোটের সভাপতি নিয়ামত আলী বলেন, মূলত: দুটি প্রস্তাব নিয়ে আমরা কমিশনারের কাছে এসেছি। প্রস্তব দুটি হল- তামাক নিয়ন্ত্রণ আইন-২০১৩ লক্ষ্যে প্রকাশ্যে ধূমপান করলে শাস্তি প্রদান করা এবং দোকানে তামাক জাতীয় পণ্য বিক্রি বন্ধ করা। এ বিষয়ে আমরা ডিএমপির সহযোগিতা চাই।
বিভিন্ন প্রস্তাবের বিষয়ে পুলিশ কমিশনার বলেন, দেশে তামাক বিরোধী আইন আছে। কিন্তু যেখানে ৯০ ভাগ লোক আইন ভঙ্গ করে সেখানে আইন প্রয়োগ করা যায় না। তাই আমাদের সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। তবে ডিএমপি সব সময় আপনাদের সঙ্গে আছে এবং সহযোগিতা প্রদান করবে।তিনি বলেন আমরা মাদক নিয়ন্ত্রণে কাজ করছি। গত তিন মাসে ডিএমপি ৪শ মাদক ব্যবসায়ীকে ধরেছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের শাস্তি প্রদান করা হয়েছে। গাঁজা ফেনসিডিল নিয়ন্ত্রণে এসেছে দাবি করে তিনি বলেন, এগুলো নিয়ন্ত্রণে আসলেও এখন ইয়াবা মাথাচাড়া দিয়ে উঠেছে। ইয়াবা উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা সেবন করে থাকে। এ সমস্যা সমাধান করতে পুলিশের পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে।
