কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাচনে বিএনপি ও সম্মিলিত নাগরিক ফোরামের চেয়ারম্যান প্রার্থী ও জামায়াতে ইসলামীর ভাইস চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচন আচরণ বিধি লঙ্গনের অভিযোগে ৩ জনকে শোকজ করা হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রবিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার নির্বাচন আচরণ বিধিমালা-২০১৩ এর ১২(খ) ধারা লঙ্গন করার অপরাধে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. ফজলুল হক বাগমার নয়ন, ৮(৭) ধারা লঙ্গন করার অপরাধে সম্মিলিত নাগরিক ফোরামের মো. মনির হোসেন ও জামায়াত সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী খাইরুল ইসলামকে শোকজ করেন। তাদের ৩ জন প্রার্থীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
