ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার বেলা ১১টার সময় গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিনের সভাপতিত্বে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় কমিটির প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার কাজী জিয়াউল বাসেত, অফিসার ইনচার্জ এস এম আবু ফরহাদ, ইউপি চেয়ারম্যানগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ। আইন শৃংখলা সভার শুরুতে সংসদ সদস্যের প্রথম আগমনে সবার পরিচিতি দিয়ে সভার কাজ শুরু হয়। পরে উপজেলার সার্বিক আইন শৃংখলার উপর বিভিন্ন বিভাগের মতামত তুলে ধরা হয়। কমিটির প্রধান উপদেষ্টা ভোলাহাট উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি ভাল থাকায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অপর দিকে একই সভায় স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসের দৃষ্টি আকর্ষণ করে ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি গোলাম কবির বলেন, ভোলাহাট উপজেলার ১ লাখ ৩০ হাজার মানুষের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে কোন ডাক্তার না থাকায় চিকিৎসা সেবা থেকে বিশাল জনগোষ্ঠি সুবিধা বঞ্চিত হচ্ছে এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী করায় তিনি গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনায় নিবেন বলে আশ্বস্থ করেন।
ভোলাহাটে ইউসিসিএ লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ভোলাহাট ইউসিসিএ লিঃ এর ২৯তম বার্ষিক সভা রবিবার দুপুর ১২ টার সময় নিজস্ব মিলনায়তনে চেয়ারম্যান আঃ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার কাজী জিয়াউল বাসেত ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পলী উন্নয়ন উপ-পরিচালক ফয়েজ-ই-রাব্বি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদ, আ:লীগ ভোলাহাট উপজেলা শাখার সভাপতি ওয়াজেদ আলী, সিনিয়ার সহ সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম,কৃষি কর্মকর্তা আঃ ওয়াদুদ, যুব কর্মকর্তা কামরুজ্জামান সরদার, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, পলী উন্নয়ন অফিসার ( অ:দা:) সাধন কুমার রায় ও আ:লীগ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আইযুব আলী প্রমূখ। পরে ৩টি সমিতির সফলতায় শ্রেষ্ঠ পুরুষ্কার ৩ সমিতির প্রধানদের হাতে তুলে দেন প্রধান অতিথি।