স্টাফ রিপোর্টার : সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক আইনজীবী সমাজকে জাতির বিবেক আখ্যায়িত করে বলেছেন, বিচারপ্রার্থী মানুষের হয়রানী লাঘব ও ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর তাদের অবহেলায় ন্যায়বিচার বিঘ্নিত হলে জাতির কাছে জবাবদিহি করতে হবে। তিনি ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত ফেরদৌসী-আধার প্যানেলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
সমিতির ২নং ভবন মিলনায়তনে আয়োজিত ওই পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমন্বয় পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধার।
উলেখ্য, ২৭ ফেব্রুয়ারী জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।