ঝালকাঠি প্রতিনিধি :শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনে নাগরিকত্ব দিয়েছে জিয়া ।তিনি ঝালকাঠি অবধূত সংঘের মাসব্যাপী শুভ বসন্তোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, আমরা (আ’লীগ) ১৯৭২ সালে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়েছিলাম। বঙ্গবন্ধুকে হত্যার পর সাবেক প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছিল। গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনে নাগরিকত্ব দিয়েছে। দেশের স্বাধীনতা জিয়ার সহ্য না হয়ে তিনি চেয়েছিলেন স্বাধীনতা বিলিয়ে দিয়ে পুনরায় পাকিস্তান তৈরী করতে। ঝালকাঠির আড়ৎদ্দার পট্টিস্থ রাধাগোবিন্দ অঙ্গনে অবধুত সংঘের মাসব্যাপী শুভ বসন্তোৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, পুলিশ সুপার মজিদ আলী, মেয়র আফজাল হোসেন, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক এ্যাড, খান সাইফুল্লাহ পনির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিল জেলা আ’লীগ যুগ্ম সম্পাদক সুলতান হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি এ্যাড. আঃ মান্নান রসুল, জেলা পূজা উদযাপন পরিষদ ও আওয়ামী আইনজীবী পরিষদ সভাপতি এ্যাড. তপন কুমার রায় চৌধুরী, সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি এ্যাড, অমল কুমার দাস, সাধারণ সম্পাদক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দুলাল সাহা প্রমুখ।