কুমিলা প্রতিনিধি : সান ফার্মার উদ্যোগে বাগিচাগাঁও রোটারী ক্লাব মিলনায়তনে শুক্রবার কুমিলার চিকিৎসক সন্তানদের এজটর ফান কালার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশুদের এই চিত্রাংকন প্রতিযোগিতায় সান ফার্মার আরএসএম মাকসুদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলের জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ও ডেপুটি সিভিল সার্জন আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিপিএমপিএ’র সভাপতি আলহাজ্ব ডা. একেএম আব্দুস সেলিম, ময়নামতি মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, রোটারী ক্লাব কুমিলার সভাপতি এ.এফ. এম শাহরিয়ার, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সঞ্জিব কুমার পুরোহিত, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবদুলাহ আল হাসান, ডা. মোঃ কামরুল হাসান, ডাঃ মনিষ শাহ রায়। প্রতিযোগিতার বিচারক ছিলেন চারু শিল্পী চন্দন দেব রায়। সহযোগিতায় ছিলেন সান ফার্মার ডিআরএসএম মাসুদ রায়হান, এফএসএম মোঃ সাইফুল ইসলাম, এফএসএম বাদল দেব, এমপিও আরশাদ হোসেন, শরীফুল ইসলাম, জসিম উদ্দিন, মির্জা মোখলেছ প্রমুখ।