এম লুৎফর রহমান, নরসিংদী : নরসিংদীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে বসন্তবরন উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি নরসিংদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেনিসা রড্রিক্স এর নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালীটি বের হয়। র্যালীতে নরসিংদী সরকারী কলেজের ছাত্র-ছাত্রী, নরসিংদী আইডিয়াল হাইস্কুল স্কুল, সরকারী সরকারী কেকেএম উচ্চ বিদ্যালয়, মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়, নরসিংদী বালিকা বিদ্যানিকেতনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, আইনজীবি, ডাক্তার, পুলিশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।