তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিলা মহানগরীর বাড়ির পাশের পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু আপন চাচাত-জেঠাতো বোন। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর মধ্যম আশ্রাফপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- মহানগরীর মধ্যম আশ্রাফপুরের নুরুল আমিনের মেয়ে নুসরাত জাহান (আড়াই বছর) ও রুহুল আমিনের মেয়ে খাদিজাতুল কোবরা (৩)।
জানা যায়- সকালে নুসরাত ও তার ছোট বোন খাদিজাতুল খেলার জন্য বাসা থেকে বের হয়। তাদের দীর্ঘ সময় ধরে না দেখতে পেরে পরিবারের লোকজন নগরীর বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী দুপুরে মহানগরীর মধ্যম আশ্রাফপুরে পুকুরের তাদের মৃতদেহ ভেসে থাকতে দেখে। পরে নিহতদের পরিবারকে খবর দিয়ে তারা সন্তানদের সনাক্ত করে এবং পুকুর থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম বইছে। নিহতের মা বার বার মুর্চ্ছা যাচ্ছে।