লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট হাতীবান্ধায় উপজেলা পরিষদ নিবার্চনের চেয়াম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারী বুধবার সকালে জেলা নির্বাচন কমিশন প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়।
এম জি মোস্তাফা (মোটর সাইকেল), মোশারফ হোসেন (আনারস), হাবিবুর রহমান সাতা (ঘোড়া) ,রেজাউল করিম সরকার (উড়োজাহাজ),লিয়াকত হোসেন বাচ্চু,(কাপ প্রিচ), সায়েদুজ্জামান কোয়েল (দোয়াদ কলম), মোশারফ হোসেন (আনারস), আনারুল ইসলাম বাবু (টেলিফোন), প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন তাজু (তালা), শামসুজ্জামান সেলিম (চশমা), তফিবুজ্জামান জুয়েল (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন।
মহিলা ভাই চেয়ারম্যান প্রার্থী মাকতুফা ওয়াসিম বেলী(ফুটবল) ,মুক্তিরানী সরকার (কলস) প্রতীক পেয়েছেন।