ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বাঘার হাওয়া গ্রামে রাতের আধারে কমলা (৪০) নামে এক মহিলাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৯ ফেব্রুয়ারী রবিবার বিকেলে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কমলা একই গ্রামের রতন মিয়ার স্ত্রী ও ৪ সন্তানের জননী ।
স্থানীয়দের রবাত দিয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই বরকত হোসেন জানান, রাতে নিজ ঘরে কমলা বেগম একা ঘুমিয়ে ছিলেন। রাতের কোন সময় দুর্বৃত্তরা তাকে ধারারো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে । তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।