চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি সদস্যরা রোববার দিনগত রাত ২ টার দিকে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রী-পিচ ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন ওষুধ আটক করেছে।
চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি’র পরিচালক এস, এম মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর’র টহল কমান্ডার নায়েক সুবেদার ইসমাইল’র নেতৃত্তে¡ পাশ্ববর্তী মাগুড়া জেলার বিষখালী নামক স্থানে রাববার দিনগত রাত ২ টার দিকে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রী-পিচ ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন ওষুধসহ একটি ট্রাক আটক করতে সক্ষম হয়। অবৈধ পথে চোরাচাকারবারীরা ভারত থেকে এসব মালামাল নিয়ে আসে। তিনি আরও জানান, আটককৃত এসব মালামালের মূল্য প্রায় ৬ কোটি টাকা।