কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভরসা গ্রুপের উদ্যোগে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
জানা যায়, চলতি বছরের শীতে ভরসা গ্রুপ কালীগঞ্জের অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কয়েক দফা কম্বল বিতরণ করেন। তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার ভরসা গ্রুপের পক্ষে ব্যবস্থাপক (প্রশাসন) মো. আব্দুল মোন্নাফ উপজেলা প্রসাশনের মাধ্যমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ইউএনও মো. কামরুল আহ্সান তালুকদারের নিকট ১০০ পিস কম্বল হস্থান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আমির হোসেনসহ অন্যরা।