ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি-ভান্ডারিয়া সড়কে ব্র্যাক অফিসের সামনে সড়ক দূর্ঘটনায় কাঠালিয়া উপজেলার বিএনপি নেতা মো. জসিম হাওলাদার নিহত হয়েছে। নিহত জসিম কাঠালিয়া উপজেলার কচুয়া গ্রামের মৃত্যু ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে। ২ ফেব্র“য়ারী রবিবার সকালে ওই দূর্ঘটনা ঘটে। এ সময় অন্য ২ আরোহী গুরুতর আহত হয়।
আহত ২ জনকে মূমুর্ষ অবস্থায় বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। নিহত জসিমকে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।