মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মুহাম্মদ সাইফুল ইসলাম নিহতের প্রতিবাদে গতকাল বুধবার নিরুত্তাপ অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। হরতালে আন্তঃজেলা ও দূরপাল্ল¬ার সকল পরিবহণ চলাচল স্বাভাবিক ছিল। অফিস-আদালত, স্কুল-কলেজ, দোকানপাট খোলা ছিল। তবে হরতালে কোন প্রভাব পড়েনি জনজীবনে। হরতালের পক্ষে-বিপক্ষে কোন মিছিল মিটিং কিংবা পিকেটিং করতে দেখা যায়নি। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন ছিলো। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।