মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর পৌরসভার হিসাব সহকারি জাহিদ হোসেন অরুনের একমাত্র ছেলে সাঈদ হাসান প্রাপ্ত বৃহস্পতিবার রাতে মসজিদে নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসেনি। তার নিখোঁজ হওয়ার কারণ জানা যায়নি। তরে পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে।
জানা যায়, মেহেরপুর পৌরসভার জাহিদ হোসেনের ছেলে নবম শ্রেণীর ছাত্র সাঈদ হাসান প্রাপ্ত (১৫) ওই রাতে এশার নামাজ পড়তে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। তার বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনদের বাড়ি খুঁজেও তাকে না পেয়ে মেহেরপুর থানায় জিডি করা হয়েছে। তার নিখোঁজ হবার কারণ জানা যায়নি। তবে আশংকা করা হচ্ছে তাকে অপহরণ করা হয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে পিতা-মাতা ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।