শাহআলম কালিহাতী, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় ইব্রাহিমাবাদ রেল ষ্টেশনের ২টি বগিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়েছে অবোরোধকারীরা। বুধবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।তবে এই ঘটনায় কেউ গ্রেফতার বা হতাহত হয়নি। বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারেজ আলী মিঞা আমাদের অন লাইনের সাংবাদিককে জানান, দীর্ঘদিন ধওে ষ্টেশনে পরিত্যাক্ত ট্রেনের ২টি বগি পরেছিল। রাতে অবোরোধকারীরা ২টি বগিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়েছে । সংবাদ পেয়ে টাঙ্গাইলের ফায়ার সাভির্স কর্মিরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।এসময় পরিত্যাক্ত বগির ২০/২৫টি আসন পুরে ভূস্মিভুতহয়ে যায়।
