কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : ১৮ দলের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনে গাজীপুরের কালীগঞ্জে অবরোধকারীদের সাথে পুলিশের মুখোমুখি সংঘর্ষে পুলিশ পিকআপ ভ্যানসহ ৬টি গাড়ী ভাংচুরের ঘটনায় ৬শ ৯৯ জনকে আসামী করে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার অবরোধকারীরা পুলিশ পিকআপ ভ্যানসহ ৬টি গাড়ী ভাংচুর করে। ওই ঘটনায় এএসআই মো. মামুন অর রশিদ বাদী হয়ে ১৮ দলের ১৪৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫শ ৫০ নেতা-কর্মীকে আসামী করে থানায় মামলা রুজু হয়েছে।
