জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের মৃত আব্দুল করিমের বিধবা মেয়ে নেওয়া বেগম (৪০)কে বাঁচাতে এগিয়ে আসুন। জটিল রোগে আক্রান্ত নেওয়াকে বাঁচাতে লক্ষাধিক টাকার প্রয়োজন। এজন্য সমাজের বিত্তবান মানুষের কাছে সে মানবিক সাহায্য প্রার্থনা করছে। তার হার্ডের একটি বাল্প বিকল ও পাকস্থলীতে পানি জমেছে। বর্তমানে সে মৃত্যুর পথযাত্রী। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদুল মজিদ চৌধুরী শাহিন এবং ডা. এম এ কাইয়ুম আনসারী বলছেন তার এ চিকিৎসার জন্য প্রায় লক্ষাধিক টাকার প্রয়োজন।
বিগত দু’বছর আগে তার গলায় সমস্যা দেখা দেয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে টিউমার এবং তার হার্ডের একটি বাল্প বিকল ধরা পড়ে। প্রথমে টিউমার অপারেশন করে বাড়িতে চলে আসে। হতদরিদ্র পরিবারের নেওয়া বেগম অর্থের অভাবে হার্ডের বাল্প সচল এবং পাকস্থলীর জমাট পানির চিকিৎসা করাতে পারছেন না। সংসারের একমাত্র উপার্জনকারি ছোট ভাই কামাল আহমদ চিকিৎসার টাকা সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন। এর আগেও নেওয়ার গলার অপারেমনের টাকাগুলা কামাল বহন করিয়েছে। কামাল আহমদ তার বোনের হার্ডের চিকিৎসার জন্য সমাজের মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। অসহায় দরিদ্র কামাল তার বোনের চিকিৎসার জন্য সমাজের সকল বিত্তবানসহ জন-প্রতিনিধিদের সাহায্য এবং সহযোগিতা কামনা করছেন। সাহায্য পাঠাবার ঠিকানা নেওয়া বেগম, সঞ্চয়ী হিসাব নং-৭৭৭৬ পুবালী ব্যাংক লিমিটেড গোবিন্দগঞ্জ শাখা, ছাতক-সুনামগঞ্জ। মোবাইল নং-০১৭২৪-১৩৪৫৭২ (কামাল)।