ঠাকুরগাও প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল সড়ক দূর্ঘটনায়এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ১৭ নভেম্বর রবিবার রাতে হরিপুর-রানীশংকৈল সড়কের নলদিঘি নামক স্থানে ওই দূর্ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার রাত ৮ টার দিকে জেলার হরিপুর-রানীশংকৈল সড়কের নলদিঘি নামক স্থানে একটি মোটর সাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী রানীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের মৃত ইলিয়াস আলীর পুত্র নাসিরুল ইসলাম (৩৮) ঘটনাস্থলে মৃত্যুবরন করে। অপর আরোহী গিয়াস উদ্দিন (৪৩) এর অবস্থাও আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।