চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে দ্রুতগতিতে করিমন (ইঞ্জিনচালিত যানবাহন) চালাতে নিষেধ করায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীফ উদ্দীন (৩০) নামের এক যুবককে খুন করা হয়েছে। এসময় আহত হয় আরও দুজন। ১৭ নভেম্বর রবিবার বিকেল ৫টার দিকে জীবননগর উপজেলার কয়া গ্রামে ওই ঘটনা ঘটে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব খান জানান, শুক্রবার করিমন চালানোর ঘটনা নিয়ে শরীফ উদ্দীনের সাথে হামলাকারিদের কথা কাটাকাটি হয়। তার জের ধরে জীবননগরের কয়া গ্রামের একদল যুবক একই গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ উদ্দীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই শরীফ উদ্দীন মারা যায়। ঘটনার সময় শরীফ উদ্দীনের ভাই আতাবারি (৩২) ও একই গ্রামের বারী মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৩৫) ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। ঘটনার পরপরই হামলাকারিরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে এবং হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
