এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের গোপালপুর এক মাদকাসক্ত পুত্রকে পুলিশে সোপর্দ করেছেন মা। ঘটনাটি ঘটেছে ১৮ নভেম্বর সোমবার শহরের বাখুরিয়া গ্রামে।
জানা যায়, গোপালপুর পৌরশহরের বাখুরিয়া গ্রামের আব্দুল গনির মাদকাসক্ত ছেলে মো. সোহেল রানা (২০) খারাপ সঙ্গে মিশে দীর্ঘ দিন যাবত নানা ধরনের নেশা করে আসছে। সে নেশার টাকা যোগানোর জন্য মা-বাবার উপর নানা ধরনের অত্যাচার করে আসছিল। নানাভাবে বুঝানোর পরও সে ভালো হয়নি। তাই তাকে পুলিশে সোপর্দ করেছেন তার মা। মাদকাসক্ত সোহেল রানার মা জোসনা বেগম জানান, ছেলেকে বার বার বুঝানোর পরও মাদক ছাড়তে পারেননি। তাই উপয়ান্ত না দেখে ছেলের ভালোর জন্য গোপালপুর উপজেলা নির্বাহী অফিসারের শরনাপন্ন হই এবং তাকে কয়েক মাসের জন্য জেল হাজতে পাঠাতে চাই। পরে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে সোহেলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করে। ছেলে ৩ মাসের জন্য জেলে যাচ্ছে এতে করে আমার কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। কিন্তু তবু ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করলাম।