আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মায়ের নিকট দুই লাখ টাকা না পেয়ে বিষ খাইয়ে হত্যার অফিযোগে পুত্র পুত্র বধু সহ ৬ জনের বিরুদ্ধে থানয় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আদমদীঘির বশিকোরা সরদার পাড়ার তবিবর রহমানের পুত্র নিহত আশরাফুন নেছার ভাই আব্দুল মান্নান বাদী হয়ে বগুড়া আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাটি এজাহার হিসাবে গ্রহন করে ব্যবস্থা নেয়ার জন্য ওসি আদমদীঘিকে নির্দ্দেশ দেয়ায় শনিবার থানায় মামলাটি এজাহারভুক্ত করা হয়।

পুলিশ জানান এজাহারভুক্ত আসামীরা হলো নিহত আশরাফুন নেছার পুত্র উপজেলার ইসলামপুর গ্রামের ছাইফুল ইসলাম (২৬) তার স্ত্রী জেসমিন (১৯), স্বাশুড়ী রেনুকা বেগম (৪০), শিববাটী গ্রামের দীরন আলীর পুত্র আবুল হোসেন (৬৫) ও তার পুত্র আলম হোসেন (৩২)।
মামলা সূত্রে জানাযায়, আদমদীঘির বশিকোরা গ্রামের বাদী আব্দুল মান্নানের বোন আশরাফুন নেছা প্রায় ২০ বছর যাবত স্বামীর তালাকপ্রাপ্তা হয়ে ভাইয়ের বাড়ীতে থাকতো এবং পুত্র ছাইফুল ইসলামকে জনৈক আবুল হোসেকে দত্তক প্রদান করে। পুত্র মাদকাসক্ত হয়ে পড়ায় মা আশরাফুন নেছা পুত্রকে নিয়ে দোকান করে দেন। পরবর্তিতে অন্যান্য আসামীদের প্ররোচনায় পুত্র ছাইফুল ইসলাম তার মায়ের নিকট দুই লাখ টাকা দাবী করে। উক্ত টাকা দিতে রাজি না হওয়ায় আসামীরা ক্ষিপ্ত হয়ে ১১ অক্টোম্বর সকাল সাড়ে ৭ টায় আশরাফুন নেছাকে কৌশলে পুত্রের স্বাশুড়ী রেনুকা বাড়ীতে ডেকে নিয়ে গিয়ে অন্যান্য আসামীদের সহযোগীতায় তার মুখে বিষ ঢেলে দেয়। ঘটনা জানাজানি হলে এলাকাবাসী মূমূর্ষ অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল করেজ হাসপাতলে ভর্তি করার ১৬ ঘন্টা পর আশরাফুন নেছা মারা যায়।
