এম. এ করিম মিষ্টার : সমস্যার সুষ্ঠু সমাধানে সরকারের দেয়া আশ্বাসে উত্তরাঞ্চলের ১৬ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি ও পাবনা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেফতারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে উত্তরবঙ্গ শ্রমিক ফেডারেশন ১৪ নভেম্বর বৃহস্পতিবার নীলফামারীসহ উত্তরবঙ্গের সকল রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করে।
রংপুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে সৈয়দপুর প্রেসক্লাবে সংগঠনের সভাপতি ও নীলফামারী জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশ রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এম. এ মজিদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ নভেম্বর পরিবহন শ্রমিক নেতা শিমুল বিশ্বাসকে বিনা মামলায় গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। আটক শ্রমিক নেতা দীর্ঘ ৩৫ বছর যাবত ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে সংগঠনের প্রতিনিধিত্ব করে আসছেন। রংপুর বিভাগ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আখতার হোসেন বাদল জানান, সরকারের সাথে আমাদের ফলপ্রসু আলোচনা হয়েছে। ফলে সমস্যার সুষ্ঠ সমাধানের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে।
