আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে মোহনা টেলিভিশনের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে র্যালী ও আলোচনাসভা হয়েছে। ১১ নভেম্বর সোমবার সকালে আমতলী ইউটি এন্ড ডিসি হলে উপজেলা নির্বাহি অফিসার প্রকৌশলী মো. আব্দুল্লাহর সভাপতিত্বে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম সামসুদ্দিন সানু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. এম এ কাদের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. সামসুদ্দিন আহমেদ (ছজু) আমতলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান, বন্দর মাদ্রাসার অধ্যাক্ষ মাও. মো. হাবিবুর রহমান, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাবুদ্দিন পান্না, প্রভাষক আবুল হোসেন বিশ্বাস, নজরুল ইসলাম তালুকদার, বিএনপি নেতা জসিম উদ্দিন হাওলাদার, প্রেসক্লাব সভাপতি পরিতোষ কর্মকার, সাংবাদিক খায়রুল বাশার বুলবুল, মস্তফা কবির, ইকবাল তালুকদার, নাশির মাহমুদ, মনিরুজ্জামান সুমন, হাবিবুর রহমান, রুহল এ মামুন আমতলী প্রেসক্লাব সাধারন সম্পাদক এম এ সাইদ খোকন প্রমূখ।
অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের আমতলী উপজেলা প্রতিনিধি ও আমতলী প্রেসক্লাব সদস্য জি এম মুসা।