আমিনুল ইসলাম ,পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের জিয়ানগর উপজেলার ফকিরহাট বাজারে বুধবার রাতে ১টি মুরগীর ফার্ম সহ ৩টি দোকানে আগুন দিয়ে সম্পূর্ন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। স্থানীয়রা জানায়, রাত ৩ টার দিকে তারা বাজারে আগুনের লেলিহান শিখা দেখে ডাক-চিৎকার দিয়ে বাজারে এগিয়ে আসেন। এ সময় দুবৃত্তরা পালিয়ে যায়। ততক্ষণে বাজারের ওমরআলী ও কুদ্দুসের মুদি দোকান এবং তরিকুল ইসলামের পোল্ট্রি মুরগী সহ দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রন করে। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার পিরোজপুরের জেলা প্রশাসক একে এম শামিমুল হক সিদ্দিকী, ইউএনও ও উপজেলা চেয়ারম্যান ঘটনা স্থল পরিদর্শন করেন।
