রবিবার , ৩ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশ মাতৃকার সেরা সন্তানদের হত্যা করে ওরা বাঙ্গালী জাতি স্বত্ত্বাকে হত্যা করতে চেয়েছিল : ডা: মকবুল হোসেন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৩ ১০:২৭ অপরাহ্ণ

Bogra_District_Map_Bangladesh-73এস. গুলবাগী,বগুড়া : জেল হত্যা দিবস উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’লীগের সহ-সভাপতি  ডাঃ মকবুল হোসেন বলেছেন, ৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্ব-পরিবারে হত্যা করে বাঙ্গালী জাতিকে নেতৃত্ব শূন্য করতে জেলখানার অভ্যন্তরে জাতীয় ৪ নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। নানা ষড়যন্ত্র করে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব প্রদানকারী সংগঠন আওয়ামীলীগকে ধ্বংস করার অপচেষ্টা করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসুরী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আরো বেশি সংগঠিত হয়েছে। তিনি বিএনপি-জামায়াত জোটের হত্যা, সন্ত্রাস, হরতাল, নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। তিনি ৩ নভেম্বর রবিবার সকালে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ওই কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  জেলা আ’লীগের সহ সভাপতি এড. আব্দুল মতিন, আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন দুলু, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, জেলা আ’লীগনেতা এড. আমান উল্লাহ, এসএম সাজাহান, এড. সফিকুল ইসলাম আক্কাস, এড. সাইফুল ইসলাম, জেলা শ্রমিকলীগ সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুর রহমান দুলু, সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন নবাব, জেলা যুবলীগনেতা আমিনুল ইসলাম ডাবলু, প্রভাষক শহিদুল ইসলাম দুলু, শহর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শাহাদত হোসেন শাহীন, সুলতান মাহমুদ খান রনি, কৃষকলীগনেতা আবু বক্কর সিদ্দিক রাজা, জেলা ছাত্রলীগ সভাপতি আল রাজি জুয়েল, সাধারণ সম্পাদক মাশরাফি হিরো, যুব মহিলালীগের সাধারন সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা, শহর ছাত্রলীগ সভাপতি জুলফিকার রহমান শান্ত, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম লিটন প্রমুখ।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরন, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!