চুয়াডাঙ্গা সংবাদদাতা : সারাদেশে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা নির্যাতনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শুক্রবার সকালে প্রেসক্লাব চুয়াডাঙ্গার উদ্যোগে ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিক ও সুধিমহলের উপস্থিতিতে প্রেসক্লাব চুয়াডাঙ্গা কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। পরে প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব চুয়াডাঙ্গার সভাপতি মানিক আকবর। বক্তৃতা করেন সাংবাদিক আজাদ মালিতা, আব্দুল মজিদ জিল্লু, শাহ আলম সনি, রিচার্ড রহমান, মরিয়ম শেলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের ওপর নির্যাতন এবং হামলা আশংকাজনকভাবে বেড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদেরও ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিকরা তাদের বক্তব্যে সারাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা এবং নির্যাতনকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
