আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ১৮ দলীয় জোটের ৬০ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে ময়মনসিংহের গফরগাওয়ে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ী ভাংচুর ও বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার ঘটনা ঘটেছে। ২৮ অক্টোবর সোমবার হরতাল সমর্থক ও আওয়ামীলীগের মধ্যে ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পিকেটাররা অন্তত: ১৫টি যানবাহন ভাংচুর করে।
জানা যায়, সোমবার উপজেলার হাটুরিয়া মোড়ে হরতালকারী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। হামলায় সুলতান নামে একজন আহত হয়। এছাড়াও হাসপাতাল রোডে সিএনজি ও অটোরিক্সা, জিরানীর মোড়ে মোটর সাইকেল, পাঁচপাইয়ে সিএনপি ও অটোরিক্সা, দত্তের বাজারে ৪টি নছিমন ভাংচুর করে পিকেটাররা। এছাড়াও উপজেলার ১৫ ইউনিয়নের অর্ধশতাধিক রাস্তায় পিকেটাররা গাছের গুড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।