নাসির উদ্দিন আকাশ, ঝালকাঠি : ঝালকাঠিতে মুখ্য বিচারিক হাকিম পদ শূন্য থাকায় নির্ধারিত চতুর্থ তারিখেও সরকারী কাজে বাধাঁ দানের মামলা থেকে অব্যাহতি পায়নি র্যাবের গুলিতে পা হারানো কলেজ ছাত্র লিমন। ২১ অক্টোবর সোমবার ওই মামলার নির্ধারিত তারিখে বিচারক না থাকায় অব্যাহতি আবেদনের শুনানি হয়নি। আগামী ২৪ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য্য করেন ভারপ্রাপ্ত বিচারক মো. শাহীদুল ইসলাম। উল্লেখ্য ২০১১ সালের ২৩ মার্চ র্যাবের কথিত বন্ধুক যুদ্ধে রাজাপুরের কলেজ ছাত্র লিমন গুলিবিদ্ধ হয়। এ ঘটনার পর বরিশালে র্যাব-৮-এর তৎকালীন উপসহকারী পরিচালক (ডিএডি) মোঃ লুৎফর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে লিমনসহ আটজনের বিরুদ্ধে রাজাপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। গত ৯ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রনালয় লিমনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের প্রেক্ষিতে ২৯ জুলাই ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক কিরণ শংকর হালদার অস্ত্র মামলার দায় থেকে তাকে অব্যহতির আদেশ দেন । ফলে প্রায় আড়াই বছর পর অস্ত্র মামলার দায় থেকে অব্যহতি পেলেও সরকারি কাজে বাধাদানের অভিযোগের দায় থেকে আজও অব্যহতি পায়নি লিমন।
