দেলোয়ার হোসেন, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় লিচু মিয়া ও ছানোয়ার হোসেন নামে ২ মাদক ব্যবসায়ীকে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২২ অক্টোবর মঙ্গলবার নির্বাহী মাজিষ্ট্রেট ও ইএনও দেবাশীষ নাগ ওই সাজা দেন। সাজাপ্রাপ্ত ২ মাদক ব্যবসায়ী স্থানীয় সারমারা এলাকার বাসিন্দা। একইদিনে ভ্রাম্যমাণ আদালত জুয়া খেলার অপরাধে মাসুম আলী, আবুল কাসেম এবং খোকা মিয়া ও পারভেজ নামে ৪ জুয়ারীকে ১শ টাকা করে অর্থদন্ডাদেশ দিয়েছেন। এ ৪ জনও একই এলাকার বাসিন্দা। সোমবার গভীর রাতে উপজেলার সারমারা বাজার ও পশ্চিম পাড়া থেকে পুলিশ তাদের আটক করে।
