এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারীতে গ্রাহকের মৃত্যু দাবির চেক প্রদান করেছে সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড লোকমূখী বীমা প্রকল্প। ২১ অক্টোবর সোমবার সন্ধ্যায় নীলফামারী শহরের কালিতলা বাজারে বীমা কার্যালয়ে মৃত্যু দাবি চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৃত গ্রাহক হামিদা বেগমের নমিনী স্বামী হবিবর রহমানের হাতে তুলে দেন সমাজ সেবক আহসান রহীম মঞ্জিল। সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড লোক বীমা প্রকল্পের নীলফামারী জেলা সমন্বয়কারী পরিতোষ কুমার রায়ের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন প্রথম আলো বন্ধু সভার সভাপতি ও স্কুল শিক্ষক সুধির চন্দ্র রায়। এসময় লোকমূখী বীমা প্রকল্পের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থি’ত ছিলেন। সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড লোক বীমা প্রকল্পের নীলফামারী জেলা সমন্বয়কারী পরিতোষ কুমার রায় জানান, আমাদের গ্রাহক হামিদা বেগম ১০ বছরের জন্য জীবন বীমা করেছিলেন। এরই মধ্যে তিনি বীমার কিস্তি পরিশোধ করা অবস্থায় গত ৬ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তাঁর রেখে যাওয়া নমিনীর হাতে ১২হাজার টাকার বীমা দাবীর চেক প্রদান করা হয়েছে।
