চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা-দর্শনা মহাসড়কের জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে সিএনজির ধাক্কায় মহিবুল (২৪) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ১৩ অক্টোবর রবিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। মহিবুল আলমডাঙ্গা কৃষি ডিপ্লোমা ইনস্টিউটের ২য় বর্ষের ছাত্র। সে উপজেলার কালিয়াবকরি গ্রামের ফজলুল হকের ছেলে।
মহিবুলের পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুর মহিবুল দামুড়হুদা দর্শনা থেকে মোটরসাইকেযোগে নতিপোতা ইউনিয়নের কালিয়াবকরি নিজ বাড়িতে ফিরছিলো। জয়রামপুর কাঠালতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই সিএনজি চালক পালিয়ে গাড়ি ফেলে পালিয়ে যায়।
দামুড়হুদা থানা পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।