এস.গুলবাগী, বগুড়াঃ পরকীয়া প্রেমিকার স্বামী ও ছেলের হাতে খুন হয়ে পরকীয়ার খেসারত দিল রিক্সাচালক রঞ্জু প্রামানিক (৩৫)। ৯ অক্টোবর বুধবার দুপুরে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় জনৈক সারোয়ারের বাড়ীতে এই খুনের ঘটনাটি ঘটলো। পুলিশ এই খুনের ঘটনায় সারোয়ারের ইলেকট্রিক দোকানের কর্মচারী সোবহানকে আটকের পর প্রাথমিক ভাবে খুনের ঘটনাটি জানতে পারে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার ইলেকট্রিক মিস্ত্রি সারোয়ারের বাড়ীতে ১টি ঘর ভাড়া নিয়ে জীবিকা নির্বাহ করতো রিক্সা চালক রঞ্জু প্রামানিক (৩৫)। সে বগুড়া সদরের বড়মোহর গ্রামের মৃত গোফফার প্রামানিকের ছেলে। সারোয়ারের বাড়ীতে অবস্থানকালে রঞ্জু সারোয়ারের স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। ঘটনা জানাজানি হওয়ায় রঞ্জুকে বাড়ী ছাড়া করে সারোয়ার। এরপর সে রাজধানী ঢাকায় গিয়ে রিক্সা চালায়। এর পরও সে ঢাকা থেকেই মোবাইল ফোনে সারোয়ারের স্ত্রীর সাথে পরকীয়া চালিয়ে যেতে থাকে। মোবাইলে কথপোকথনের সূত্রে বুধবাার সে বগুড়ায় আসে। এ সময় সারোয়ার ও তার ছেলে রাহাতের অনুপস্থিতিতে বাড়ীতে প্রবেশ করে পরকীয়ায় জড়িয়ে পড়ে। কোন এক সূত্রে খবর পেয়ে সারোয়ার ও তার ছেলে রাহাত বাড়ীতে ফিরে এসে রঞ্জুকে আপত্তিজনক অবস্থায় দেখতে পায়। এতে তারা ক্ষিপ্ত হয়ে বাবা ছেলে মিলে রঞ্জুকে উপযুপুরি ছুরিকাঘাত করে। এ সময় পাড়া-পড়শীরা ছুটে আসলে পিতা পুত্র পালিয়ে যায়। অতপর গুরুতর আহত রঞ্জুকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পুলিশ এই ঘটনায় সারোয়ারের ইলেকট্রিক দোকানের কর্মচারী সোবহানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
