আবুল কাশেম, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন মন্দিরে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উদযাপনের সকল প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার থেকে ১৪ অক্টোবর সোমবার পর্যন্ত ৫দিন ব্যাপী পূজার আয়োজন চলবে বলে জানা গেছে। দেবীর দোলায় আগমন এবং দেবির গজে গমনের মধ্য দিয়ে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষ হবে। পূঁজা উদযাপন উপলক্ষে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হলেন বাবু অজিত বিকাশ দত্ত, সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল কুমার বণিক ও সাংগঠনিক সম্পাদক নারায়ন চন্দ্র দে। পৌরহিত্য করবেন শ্রীযুক্ত বাবু অঞ্জন চক্রবর্ত্তী ও বাবু খোকন চক্রবর্ত্তী। পূজাকে ঘীরে ইতি মধ্যেই প্রতিমা তৈরীর কাজ শেষ পর্যায়ে। প্রতি বছরের মত এবারো পূজা প্রঙ্গনে সাংস্কৃতিক অনৃুষ্ঠান, ধর্মীয় সংগীত ও বাজনার তালে তালে আরতি চলবে। উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সাথে সার্বিক বিষয়ে একটি গুরুত্বপূর্ন বৈঠক হয়েছে। নিরাপত্তার বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। দূর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোর নজরদারিতে রাখার জন্য ইতোমধ্যেই পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।
