মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা : হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দূর্গাপুজাকে ঘিরে রংপুরের মিঠাপুকুরে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা। এবছর উপজেলায় ১শ ১০টি পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইত্োমধ্যেই প্রতিমা তৈরির কাজ প্রায় সিংহভাগ সম্পন্ন হয়েছে। উপজেলার ১৭টি ইউনিয়নের মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। মিঠাপুকুর উপজেলা পুজা উদ্যাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শিশির কুমার সরকার ও সাধারন সম্পাদক নিরঞ্জন মহন্ত শারদীয় দূর্গা পূজা যথাযথ ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পালনে প্রশাসন তথা সকল ধর্ম-বর্ণের মানুষের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
