এস.এম আজিজুল হক, পাবনা প্রতিনিধি : আগামীতে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারলে প্রতিটি উপজেলার একটি স্কুল ও একটি কলেজকে সরকারী করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২ অক্টোবর বুধবার বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেয়ার সময় ওই ঘোষণা দেন।
তিনি বলেন, আমরা ক্ষমতায় এসে ২৬ হাজার ২শ স্কুল জাতীয়করণ করেছি। কারন আমরা শিক্ষাকে বেশী গুরুত্ব দেই এবং এ খাতে বেশী অর্থ বরাদ্দ দেয়া হয়। দেশের মানুষকে আন্তর্জাতিক মানের শিক্ষা দিতে হবে, বিজ্ঞান শিক্ষার উপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ইউনিয়ন তথ্য কেন্দ্র স্থাপন করেছি এবং অধিকাংশ স্কুলে কম্পিউটার ল্যাব খুলেছি। গ্রামের মানুষ এখন তথ্য সেবা কেন্দ্র থেকে চাকুরী বা বিদেশে যাওয়ার জন্য আবেদন ফর্ম পেতে পারে, এজন্য ঢাকায় যেতে হয়না। আমরা বেকার সমস্যা দুর করেছি।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের দরিদ্র কৃষক মাত্র ১ টাকায় ব্যাংক একাউন্ট খুলতে পারে, যাতে করে সে ইচ্ছামত সময়ে কৃষি ভর্তুকির টাকা উত্তোলন করতে পারে। কৃষককে এখন সারের জন্য আন্দোলন করতে হয়না, গুলি খেয়ে মরতে হয়না। সারের পিছনে এখন কৃষক ঘোরেনা, সারই কৃষকের পিছনে ঘোরে। বেকার যুবকেরা পথে পথে না ঘুরে এখন বিনা জামানতে কর্মসংস্থান ব্যাংক থেকে ১ লাখ টাকা পর্যন্ত ঋণ নিয়ে ব্যবসা বানিজ্য করে রোজগার করে। তিনি বলেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে উন্নত করা হয়েছে এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র চালু করা হয়েছে। তিনি ৭৫ সালের ১৫ আগষ্টের সেই কালো রাতের স্মৃতিচারণ করতে যেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ওই শোকাবহ দিনটিকে তার মিথ্যা জন্ম দিন বানিয়ে কেক কেটে আনন্দ করেন। তাকে একাধিকবার মারার প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, বিএনপি যখনই ক্ষমতায় যায়, তখনই খুন, সন্ত্রাস, লুটপাট বেড়ে যায়, জঙ্গিদের উত্থান ঘটে। হেফাজতের তান্ডবকে উল্লেখ করে তিনি বলেন, কোন মুসলমান পবিত্র কোরআন শরীপ পোড়াতে পারেনা যা হেফাজতিরা করেছে।
প্রধানমন্ত্রী আরো বলেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম উন্নত ও সমৃদ্ধ দেশে পরিনত হবে। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দেয়ার জন্য উদাত্ব আহবান জানান। জেলা আওয়ামীলীগের সভাপতি শামসুর রহমান শরীপ ডিলু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরো বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্সাল (অবঃ) এ কে খন্দকার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সেক্রেটারী এড. শামসুল হক টুকু এমপি, প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ড. ইয়াফেস ওসমান, প্রাইভেটাইজেশান বোর্ডের চেয়ারম্যান মির্জা আঃ জলিল প্রমুখ নেতৃবৃন্দ।
