পাবনা প্রতিনিধি : পাবনার বেড়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম মুমতাহিন অরিত্র (১২) স্থানীয় হাফিজুর রহমান সবুজ মাস্টারের ছেলে।
জানা যায়, বেড়া আলহেরা একাডেমীর ৬ষ্ঠ শ্রেনীর মেধাবী ছাত্র ফাহিম মুমতাহিন অরিত্র অন্যান্য দিনের মত প্রাইভেট পড়ার জন্য বাইসাইকেল যোগে বাড়ী থেকে বের হয়। বাড়ীর অদুরে উপজেলা রোডের কানাইবাড়ী মোড়ে একটি বালু টানা ট্রাক ফাহিমকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। শিক্ষক-শিক্ষিকা বাবা মায়ের এক ছেলে ও এক মেয়ের মধ্যে ফাহিম বড়। তার অকাল ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, কানাইবাড়ী মোড় এলাকার রাস্তার দু’পাশে দখল করে অবৈধ ভাবে দোকানপাট গড়ে উঠায় যান চলাচলে বিঘœ ঘটছে। ওই সরু রাস্তা দিয়ে ভারী যান চলাচলে পথচারীদের যাতায়াত দুরূহ হয়ে পড়েছে। এতে করে প্রায়ই ছোট খাটো দুর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে প্রচুর লেখালেখি হলেও স্থানীয় প্রশাসন ওই গুরুত্বপূর্ণ রাস্তাটির দুইপাশে গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের কোন ব্যবস্থা গ্রহণ করেনি।




