ইয়ানুর রহমান, যশোর : যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে এক ফটোসাংবাদিকসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার সকালে যশোর-খুলনা মহাসড়ক অবরোধের সময় শিক্ষার্থীদের সঙ্গে মোটর শ্রমিকদের সংঘর্ষ বাধে। এ সময় অবরোধকারীরা ৩টি বাস ভাঙচুর করে।
জানা যায়, রবিবার সকাল ১১টার দিকে যশোর মণিহার এলাকায় ওই সংঘর্ষ হয়। পরে সংঘর্ষ নিউমার্কেট খাজুরা বাসস্ট্যান্ড পর্যন্ত ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির জেলা সভাপতি আজিজুল আলম মিন্টু জানান, ছাত্ররা রাস্তা অবরোধ করে বাস ভাঙচুর করার সময় শ্রমিকরা বাধা দেয়। ওই সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
যশোর কোতোয়ালি থানার ওসি ইমদাদুল হক শেখ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি এখন শান্ত।
