স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ পুরস্কৃত হয়। আর খালেদা জিয়া ক্ষমতায় থাকলে দেশ দূনীর্তিতে চ্যাম্পিয়ন হয়, কপালে জুটে তিরস্কার। তিনি দারিদ্র বিমোচনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘে শেখ হাসিনার পুরস্কৃত হওয়ার কথা তুলে ধরে বলেন, খালেদা জিয়া সাতবার জন্ম নিলেও ওই যোগ্যতা অর্জন করতে পারবেন না। তিনি মিথ্যা বলার জন্য, মানুষ হত্যার জন্য এবং জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়ার জন্য মাফিয়াদের কাছ থেকে পুরস্কার নেওয়ার অপেক্ষায় আছেন। কৃষিমন্ত্রী ২৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া হাইস্কুল মাঠে গরিব-দু:স্থ ব্যক্তি এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল, চাদর ও সুয়েটার বিতরণকালে ওই কথা বলেন।
তিনি বলেন, এর আগে ক্ষমতায় থেকে বিএনপি জামায়াতের সঙ্গে জোট বেঁধে ৫শ জায়গায় বোমা ফাটিয়েছিল। এবার তারা ক্ষমতায় গেলে হেফাজতকে সাথে নিয়ে ৫ হাজার জায়গায় বোমা ফাটাবে। দেশের মানুষের শান্তি ও ঘুম কেড়ে নিবে। শান্তির ধর্ম ইসলাম। বায়তুল মোকারম মসজিদ সংস্কার, আরবী বিশ্ববিদ্যালয় চালু, জেডিসিতে বৃত্তি চালু শেখ হাসিনা সরকারই করছে। তাই এদেশে যদি সত্যিকার ইসলাম কায়েম করতে হয়, তাহলে শেখ হাসিনা, নৌকা, আওয়ামী লীগ লাগবে।
এসময় মন্ত্রীর সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হায়দার আলী, অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদ আলী, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান লেবুসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন তিনি বাঘবেড়, নন্নী, পোড়াগাও ও নয়াবিল ইউনিয়নের গরিব-দু:স্থ ব্যক্তি এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল, চাদর ও সুয়েটার বিতরণ করেন। এরপর তিনি নয়াবিল ইউনিয়নে ১৫ লাখ টাকা ব্যয়ে ১.৫ কি.মি বিদ্যুৎ লাইন উদ্বোধন করেন।
