স্টাফ রিপোর্টার : শেরপুরের মেসার্স জামান ট্রেডার্স এর স্বত্তা¡ধিকারী মো. সাদুজ্জামান সাদীকে ২০১২-২০১৩ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে পুরস্কৃত করা হয়েছে। কর অঞ্চল ময়মনসিংহ জোনের শেরপুর সার্কেল-১৫ এর এক অনুষ্ঠানে তাকে সম্মাননা প্রদান করা হয়। সাদি ২০০৯ সালে ইষ্ট-ওয়েষ্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ করে শেরপুরে ব্যবসা শুরু করেন।
