স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শোভা পাচ্ছে সরকারের নানামুখী উন্নয়নের বিলবোর্ড। ১৫ সেপ্টেম্বর রবিবার ময়মনসিংহে প্রধানমন্ত্রী পুত্রের আগমনকে ঘিরে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত শহরের সর্বত্রই বিলবোর্ড বসানো হয়েছে। সরকারের উন্নয়নের তথ্য সংবলিত ওইসব বিলবোর্ডকে ঘিরে স্থানীয় জনসাধারণের মাঝে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শনিবার সকাল থেকে শহরের গাঙ্গিনারপাড়, নতুন বাজার, টাউন হল মোড়, জিলা স্কুল মোড়, চরপাড়া ও মাসকান্দা মোড়সহ বেশ কয়েকটি পয়েন্টে এসব বিলবোর্ড বসানোর কাজ শুরু হয়।
জেলা আওয়ামী লীগের তত্ত্বাবধানে এসব বিলবোর্ডে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে সরকারের সফলতা, ২০ হাজার ৫শ শিক্ষা প্রতিষ্ঠানে স্বল্পমূল্যে ল্যাপটপ বিতরণ, গণমাধ্যমের স্বাধীনতা, তথ্য অধিকার আইন প্রণয়ণ ও তথ্য কমিশন গঠনসহ সরকারের নানা সফলতা তুলে ধরা হয়েছে।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের এক দায়িত্বশীল নেতা জানান, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই ওইসব বিলবোর্ড লাগানো হয়েছে।
এ ব্যাপারে ময়মনসিংহের তরুণ আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, প্রত্যেক রাজনৈতিক সরকারের অধিকার আছে তাদের উন্নয়ন বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার। এরই অংশ হিসেবে আওয়ামী সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড জনসাধারণের মাঝে তুলে ধরতেই তাদের ওই প্রচারণা।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাংসদ মতিউর রহমান বলেন, বর্তমান সরকার রেকর্ড পরিমাণ উন্নয়ন করেছে। কিন্তু বিরোধী দল অপপ্রচার চালাচ্ছে। তাদের অপপ্রচার রুখতেই সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নের বার্তা তুলে ধরা হচ্ছে।